১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিহত সাংবাদিক মঞ্জু’র পরিবারের পাশে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি এবং ভোরের কাগজের আদমদিঘী উপজেলা প্রতিনিধি নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র পরিবারের পাশে সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার আদমদিঘী উপজেলার উজ্জলতা গ্রামে নিহত মঞ্জু’র বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে শান্তনা দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ ছাড়া নিহত সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া খায়ের এবং বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাধারণ ইউনুছ উদ্দীন, সদস্য বাদল চৌধুরী, আব্দুল হান্নান, আজিজুল হক, স্থানীয় আদমদিঘী প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাধারণ সম্পাদক বেনজির রহমান, নিহত সাংবাদিক মঞ্জু’র স্ত্রী রেনুকা পারভীন, ছেলে মেজবাহুল মোরছালিন মেজবা, মেয়ে আদিবা খাতুর, ছোট ভাই মোশারফ হোসেন, বোন রিপা বেগম, রেবেকা বেগম, ভাগিনা ডলার মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ ওই পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং যে কোন সমস্যার জন্য সহযোগিতা করার আশ^াস দেন।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র দ্বি-খন্ড মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন পুলিশ। তার পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যাতা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সর্বশেষ