১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

`একুশের কথা’ —-মোঃ সিবলু মোল্লা।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

একুশের কথা।
—-মোঃ সিবলু মোল্লা।

বাঙ্গালী হয়ে বাংলার তরে,
বলে ছিল ওরা কথা।
বাঙ্গালী হয়ে ওরাই প্রথম,
দিয়েছে ভাষার স্বাধীনতা।

ওরা মায়ের ভাষা টিকাতে,
বলেছিল যাবনা হারী।
শোণিতে অঙ্গ সিক্ত হয়ে,
এলো একুশে ফেব্রুআরি।

একুশ নয়যে পান্তারপানি,
নয়যে দুগ্ধ সড়।
একুশ মানে বাঙ্গালির জীবনে,
প্রতিবাদী প্রথম ঝড়।

একুশ মানে ঘুমান্ত বাঙ্গালির,
জাগ্রত হওয়ার ডাক।
একুশ মানে মানিবনা হার,
বাংলা চাই উর্দু নিপাত যাক।

পৃথিবীরর কোথাও ওঠেনি ডেউ।
শুনিনি ভাষার দাবীতে গর্জন।
বিশ্বের বুকে বাঙ্গালির ভাষা,
প্রানের বিনিময় অর্জন।

বিশ্ববাসী শিখল আজি,
পিছনে যাবেনা ফেরা।
দাবী আদায়ের লক্ষ্য বাঙ্গালি
সকল দেশের সেরা।

বাংলা ভাষা টিকাতে ওরা,
নিয়েছে বুকেতে গুলি।
হিরা জহরত মনী অপেক্ষা,
দামী ওদের পদধূলি।

তোমরা কি জান বাঙ্গালী,
বাহান্নরই কথা।
সালাম বরকত শফিক জব্বার,
দিয়েছিল ভাষার স্বাধীনতা।

একুশ এলে মুখে মোরা,
বলি ওদের ভাই।
ভাই কি হওয়ার যৈগ্য মোরা,
ভেবেছি কি কখনও কি তাই।

অঙ্গে ওদের গন্ধ মাটির,
ছিল রিদয় দেশের টান।
প্রানের বিনিময় হলেও রেখেছে,
বাংলা ভাষার মান।

আমি বাংলায় বলি বাংলায় চলি,
বাংলায় জেগে উঠি।
আমি বাংলায় রুখি দেশদ্রোহী,
তুলি হস্তদয়ের মুঠি।

একুশ মানে রক্ত দিয়ে,
মায়ের ভাষা কেনা।
একুশ মানে বিশ্বের কাছে
বাঙ্গালিকে আজি চেনা।

একুশ মানে দাবী আদায়ের
প্রথম শ্লোগান।
ভাষার জন্য দিয়েছিল বাঙ্গালী,
রাজ পথে সেথা প্রান।

সর্বশেষ