২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গলাচিপায় চিড়া-মুড়ি দিয়েই ত্রাণে ক্ষান্ত, ঠায় বসে দুর্গতরা অ্যাজমা কি পুরোপুরি নিরাময় সম্ভব? কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ব্র্যাক প্রতিষ্ঠানের নগদ অর্থ সহায়তা প্রদান বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি রেজাউল বরিশাল ল্যাবএইডে চিকিৎসা নিতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা.... ক্ষতিগ্রস্তদের মাঝে বরিশাল মহানগর জামায়াতের আর্থিক সহায়তা প্রদান পটুয়াখালীর বাউফলে দুঃস্থদের মাঝে চেক বিতরণ বাউফলে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত বরিশালে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রিকালে ২১ কচ্ছপ উদ্ধার বরিশালে আ. লীগ নেতার বক্তব্যে বিপাকে যুবদল নেতা তসলিম

বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্যকে গ্ৰেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১ এপ্রিল) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকা থেকে তাদের গ্ৰেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নুর ইসলাম খানের ছেলে মোঃ সোহেল খান (২৮), আঃ রাজ্জাক খানের ছেলে মোঃ রানা খান ( ২৬), মোঃ মামুন খানের ছেলে মোঃ সাব্বির খান ( ২৩)।

জানা গেছে- বাকেরগঞ্জ থানার এস আই মোঃ রিয়াজ উদ্দিন থানা এলাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছিলেন। রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর সিনিয়র আলিম মাদ্রাসার একটি রুমে কয়েকজন চিহ্নিত ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে বৈঠক করছেন। ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। ডাকাতের এমন প্রস্তুতির সংবাদে থানার পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ৩ ডাকাতকে গ্ৰেপ্তার করেন। এ সময় পুলিশের অভিযানের টের পেয়ে ৪/৫ ডাকাত পালিয়ে যায়।

অভিযান চলাকালে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দেশীয় অস্ত্রের মধ্যে লোহার তৈরি পুরাতন ছেনা, লোহার তৈরি কাঁটার, প্লাস্টিকের হাতলযুক্ত স্টীলের স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন- অনেক পরিশ্রম করে থানা পুলিশের সদস্যরা সংঘবদ্ধ ডাকাতদের ধরতে সক্ষম হয়েছে। ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন- চোর, ডাকাত, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। বাকেরগঞ্জে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।

সর্বশেষ