৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, দুই জেলের লাশ উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইমন আল আহসান, পটুয়াখালী প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নামবিহীন একটি মাছ ধরা ট্রলার ৭ আগস্ট শুক্রবার সকালে ডুবে যায়।ওই দিন রাত ১১ টার দিকে অন্য ট্রলারের সাহায্যে ইসা সিকদার (৩৫) ও আলম মোল্লা (৫৫) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ট্রলারে থাকা ৬ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরা হলেন মো.নজরুল মোল্লা, জহিরুল মোল্লা, সেলিম খান, বাদল হাওলাদার, পনু খান ও মো.রুবেল চৌকিদার । তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । জেলেদের সবার বাড়ী কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামে।
জানা গেছে,উপজেলার চরবালিয়াতলী এলাকার মো.নজরুল মোল্লা’র নামবিহীন একটি ট্রলার ৮ জন জেলে নিয়ে ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। শুক্রবার ভোররাতে কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার গভীরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় জেলেদের মধ্যে দু’জন ঢেঊয়ের তোড়ে হাড়িয়ে যায় । এ সময় ৬ জেলে বয়া (ভাসা) ধরা অবস্থায় ১৬ ঘন্টা ভাসমান থাকার পর অপর একটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধারকৃত জেলেরা সুস্থ রয়েছে বলে জানা যায়।
ট্রলারে থাকা জেলে রুবেল চৌকিদার ও পনু খান জানান, সাগরে জাল ফেলানো অবস্থায় হঠাৎ ঝড় শুরু হয় তাৎক্ষনিক ট্রলারটি উল্টে যায় । এসময় সাগরে তারা বয়া ধরে ভাসমান অবস্থায় ছিল । তবে স্রোতের কারনে দু’জন হারিয়ে যায় বলে তারা উল্লেখ করেন ।

সর্বশেষ