১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে চলছে বিধবার জমি দখল ॥ সমঝোতার নাটকে সময় ক্ষেপন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার ॥ বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় দিগুন শ্রমিক দিয়ে বিধবার জমিতে চলছে ভবন নির্মানের কাজ। আদালতের নির্দেশ আমান্য করে ভবন নির্মানের সংবাদ প্রকাশিত হওয়ার পরে বাকেরগঞ্জ পৌরসভার ২ প্যানেল মেয়রের উপস্থিতিতে তরিগরি করে বেশি শ্রমিক নিয়োগ দিয়ে ভবনের কাজ দ্রুত শেষ করার প্রচেষ্টা চলছে। অপরদিকে বিধবাকে শান্ত রাখতে সমঝোতার প্রস্তাবও চলছে। অর্থাৎ আলোচনা করে সমাধানের কথা বলে দ্রুত দখল করে নিয়ে যাচ্ছে বিধবার জমি। নির্মান করা হচ্ছে ভবন, অপরদিকে স্টল বিক্রির হিড়িকও চলছে।
অসহায় বিধবা আবারো গতকাল বরিশাল পুলিশ সুপারের দ্বারস্থ হলে প্রবল চাপের মুখে পরে বিধবার সাথে সমঝোতা করার কথা জানালেও ভবন নির্মানের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। পাশাপাশি স্টল বিক্রি করে ভাড়াটিয়াও ঠিক করা হয়েছে। এ অবস্থায় স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও প্রশাসনের দপ্তরে গিয়ে বিধবার কান্না কোনো কাজে আসছেনা।
খোজ নিয়ে জানা যায়, বাকেরগঞ্জে দলিলমুলে জমির মালিক মোঃ রফিকুল ইসলাম তিনি বেঁেচ থাকতে ঐ জমিতে আদালতের নিষেধাজ্ঞা ভেঙ্গে কেউ জমি দখল করতে পারেনি। রফিকুল ইসলামের মৃত্যুর পরে স্ত্রী খুকী বেগম স্বামী শোকে বিহব্বল থাকায় প্রভাবশালীরা ঐ বিধবার জমিতে ভবন নির্মান শুরু করে। পৌরসভার জমি দাবী করে স্থানীয় সকলকে ম্যানেজ করে সকাল থেকে রাত পর্যন্ত খুকী বেগমের দাবীকৃত জমিতে ভবন নির্মান চলছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, বাকেরগঞ্জ ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র আবুল কালাম ও প্যানেল মেয়র ২ ভবন নির্মানের সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, বরিশাল থেকে পুলিশ সুপার বাকেরগঞ্জ থানা পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বললে কৌশলী ভুমিকায় সমঝোতার প্রস্তাব দিয়ে দখল করে নিয়ে যাচ্ছে বিধবার জমি।

সর্বশেষ