১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা দশমিনায় মোটরসাইকেল মার্কার কর্মীকে পেটালো প্রতিপক্ষ জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ইমন, ব্যুরো চীফ, ভোলা।

বরিশাল রেঞ্জে জুলাই/২০২০ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। ১৮ আগস্ট  বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে জুলাই/২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা বরিশাল রেঞ্জের ডিআইজি  মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম মহোদয় এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম সহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহসিন আল ফারুক, সদর সার্কেল ভোলা, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান জেলা গোয়েন্দা শাখা, ভোলা বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়।

উক্ত সভায় এ কে এম এহসান উল্লাহ, অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় ও রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ হওয়ায় ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয়কে ভোলার সাধারন জনগন অভিন্নদন জানিয়েছেন।

সর্বশেষ