১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় চেয়ারম্যানের হাতে মুজিব শতবর্ষের সাহিত্য সংখ্যা হস্তান্তর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া থেকে প্রকাশিত সম্প্রীতি সাহিত্য সমাজ ম্যাগাজিনের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে বিশেষ সাহিত্য সংখ্যা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাতের হাতে হস্তান্তর করা হয়। জানা গেছে, শনিবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাতের অফিস কক্ষে আগৈলঝাড়া থেকে প্রকাশিত সম্প্রীতি সাহিত্য সমাজ ম্যাগাজিন তার হাতে হস্তান্তর করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সম্প্রীতি সাহিত্য সমাজ এর সভাপতি কাজল দাশ গুপ্ত, প্রতিষ্ঠাতা সংগঠক শাহ আলম রাঢ়ী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এনামুল হক লিটন, যুগ্ম-সম্পাদক হরেকৃষ্ণ রায় পলাশ, লেখক ও সাংবাদিক এস এম শামীম ও জয় রায় প্রমুখ। উল্লেখ্য, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টানে এক সঙ্গে মোরা ঐক্যের বাঁধনে” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার সকল কবি, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক-ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সকল শ্রেণী পেশার গুনীজনদের সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ করে বিভিন্ন বিষয়ে গন সচেতনতা মূলক ও বিভিন্ন দিবস উপলক্ষে সম্প্রীতি সাহিত্য সমাজ ম্যাগাজিনের উদ্যোগে সাহিত্য সাময়িকী বের করা হয়।

সর্বশেষ