২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে জমি দখল ঠেকাতে পুলিশে অভিযোগ করায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাবুগঞ্জ প্রতিনিধি\ বরিশালের সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের সারশি গ্রামে জমি দখল করে গাছ রোপন করায় এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করায় প্রতিপক্ষের হামলায় নাড়ীসহ তিনজন আহতের ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত লতিফ হাওলাদারের স্ত্রী হিরন নেসা(৫০)কে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত লতিফ হাওলাদার(৭০) ও ছেলে মিজানুর রহমান(৩০) স্থানিয়ভাবে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় সারশি গ্রামের অভিযোগকারি লতিফ হাওলাদারের বাড়িতে। ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিপক্ষ একই বাড়ির আরব আলী হাওলাদারের পূত্র মান্নান ,মতলেব ,মন্টু ও তাদের ছেলে নুরে আলম, সাইদুল ঘটনার দিন সন্ধ্যায় লাঠিসোঠা নিয়ে এলোপাথারি হামলা করে এ আহতের ঘটনা ঘটনায়।
উল্লেখ্য ও বাড়ির উপর লতিফ হাওলাদারের ১১শতক জমি দখল নেয়ার জন্য হামলাকারিরা গাছ রোপন করে। ওই জমি দখল মুক্ত করার লক্ষে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা। লিখিত অভিযোগ দায়ের করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অসহায় পরিবারটির উপরে হামলা করে বলে জানা যায়।

সর্বশেষ