১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ঝালকাঠিতে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ঝালকাঠির নলছিটিতে মো. রিপন হোসেন হাওলাদার নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে ওই ছাত্রীর মা নলছিটি থানায় এ মামলা দায়ের করেন।

শিক্ষক রিপন হোসেন হাওলাদার উপজেলার মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শহরের পুরানবাজার এলাকার মো.তাহের হাওলাদারের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস যাবৎ শিক্ষক রিপন হাওলাদার তার প্রতিবেশী ওই ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন। গত ২১ অক্টোবর সকালে তিনি ওই ছাত্রীকে বাসার সম্মুখে একা পেয়ে ঝাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তার শ্লীলতাহানি করেন। ওই সময় ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে রিপন সটকে পড়েন। এ ঘটনার পর থেকে তিনি গাঢাকা দিয়েছেন।

অভিযোগের ব্যাপারে জানতে ওই শিক্ষকের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক রিপন হাওলাদারের বিরুদ্ধে ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ