১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কবিতার শিরোনামঃ “বঙ্গবন্ধু”

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“বঙ্গবন্ধু”

–মোহাম্মদ এমরান

বঙ্গবন্ধু!
হাজার বছরের শ্রেষ্ঠ তুমি-
বাঙ্গালি জাতির অহংকার!
তুমি নওতো কেবলই মুজিব-
বাঙ্গালি মায়ের অলংকার!
বঙ্গবন্ধু!
শোষিতের তরে তুমি সর্বদা-
ছিলে এক নির্ভিক সৈনিক!
বজ্রকন্ঠ বাজে তোমার দেশ মাতৃকার তরে-
যেনো সৃষ্টিকর্তার সৃষ্টি অপার নৈসর্গিক!
বঙ্গবন্ধু!
নেতা নওতো কেবলই তুমি-
ছিলে বাঙ্গালি জাতির পিতা!
কি করে করলো ওরা তোমার সাথেই-
নির্লজ্জ বিশ্বাসঘাতকতা!
বঙ্গবন্ধু!
কোন সাহসে পারলো ওরা-
করতে তোমায় নির্মম হত্যা!
ওরা তো শকুনের দল-
হিংস্রতাই ওদের সভ্যতা!
হয়তো কুকুর ওরা-
নয়তো ওদের অজ্ঞতা!
বঙ্গবন্ধু!
তোমার তরে হৃদয় পোড়ে,
কোটি বাঙ্গালি কাঁদে নিরবে-
ভেদাভেদ নেই কভু ছাত্র-শ্রমিক-জনতা!
তুমি শেখ মুজিব তুমিতো কেবলই-
বাঙ্গালি জাতির একমাত্র মুক্তিদাতা!
বঙ্গবন্ধু!
তুমিতো জাতির একমাত্র সত্বা,
তোমার তরে অশ্রু ধারা যায় গরায়ে-
কীর্তনখোলা থেকে বুড়িগঙ্গা!
বিপদে যে রাখে জড়ায়ে নিজেকে হারায়ে দেশের তরে-
সদা সজ্জল ছিলে সর্বদা তুমি বহমান!
তুমি তো সেই নেতা প্রিয়———
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
বঙ্গবন্ধু!
হাজার বছরের শ্রেষ্ঠ তুমি-
তুমি নওতো শুধুই শেখ মুজিব!
তোমার ছোঁয়ায় হলো গণজাগরণ-
সোনার বাংলা হয়েছে সজীব!
বঙ্গবন্ধু!
নওতো তুমি দেশের সেরা-
শ্রেষ্ঠ তুমি সারা পৃথিবীর!
তোমার কন্ঠে জাগে জনতা-
হৃদয়ে ধরে ভালবাসার অাবীর !

(হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হৃদয় নিসৃত কাব্যাঞ্জলীতে শ্রদ্ধাঞ্জলী।)

লেখকঃ মোহাম্মদ এমরান।
কাব্যগ্রন্থঃ “শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি”।
পৃষ্ঠা নংঃ ৯২।
রচনাকালঃ ৩০/১২/২০১৯।

সর্বশেষ