১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম

উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা এক যুবককে উপর্যুপরি ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামের হাকিম হাওলাদারের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের গণি ফকির এবং জাহিদ সিকদার গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এমনকি বিরোধীয় জমি জোর পূর্বক দখল করার জন্য গণি ফকির ও জাহিদ সিকদার গংরা প্রায়ই বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় হাকিম হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন হাওলাদার (২৮) ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় হানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়াস হাওলাদারের চায়ের দোকান থেকে চা পান করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিত ভাবে প্রভাবশালী ভ‚মিদস্যু গণি ফকির(৫০), জাহিদ সিকদার(২৫),মহসিন সিকদার(২৫), জুয়েল সিকদার(৩৫), সালাউদ্দিন সিকদার(২৪), ফাইজুল সিকদার(৩৮), সবুজ সিকদার(৩৫),সোহাগ সিকদার(৩০), মনির সিকদার(২৮), হাসান ফকির (৩০) মিলে পরিকল্পিত ভাবে ওই যুবককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহতর ডাক চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, বর্তমানে আহত যুবক হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জাহিদ সিকদারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আহত’র পরিবার জানান, গণি ফকির একাধিক মামলার আসামী। জাহিদ সিকদার, জুয়েল সিকদার মাদকসহ বিভিন্ন কুকর্মের সাথে জড়িত রয়েছে। তারা এলাকায় মূর্তিমান আতঙ্ক। আমাদের পৈত্রিক জমি থেকে উৎখাত করার জন্য ওই প্রভাবশালী সন্ত্রাসীরা আমাদের উপর প্রায়ই হামলা চালায় ও বিভিন্ন ভয়ভীতি হুমকি দেয়। এমনকি তারা আদালতের রায় ও এলাকার শালিস বৈঠকের রায়কে তোয়াক্কা করে না। অন্যের জমি জোর পূর্বক দখল করা তাদের নেশা ও পেশা।

ওই প্রভাবশালী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহতর পরিবার।

সর্বশেষ