১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার নমুনা সংগ্রহে দেশের প্রথম ভ্রাম্যমাণ বুথ দাউদকান্দিতে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

করোনার নমুনা সংগ্রহে দেশের প্রথম ভ্রাম্যমাণ বুথ চালু করা হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা।

সোমবার দাউদকান্দির যারিফ আলী স্মৃতি পার্কের সামনে থেকে দেশের প্রথম ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহ বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়।

মালদ্বীপস্থ ইয়েস বাংলা সমিতির চেয়ারম্যান মোকলেছ আকন্দের অর্থায়নে, দাউদাকন্দি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর তদারকিতে কার্যক্রমটি বাস্তবায়িত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে দাউদকান্দি উপজেলার জনবহুল প্রতিটি স্থানে ঘুরে ঘুরে এবং হটলাইনে কলের মাধ্যমেও স্যাম্পল সংগ্রহ করা হবে।

এই বিষয়ে টেলিফোনে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশে করোনাভাইরাস বিস্তারের প্রথম থেকেই অব্যাহতভাবে জনসচেতনতা ও প্রতিরোধ কার্যক্রম কঠোরভাবে করে যাচ্ছি। ফলে এখন পর্যন্ত দাউদাকন্দি উপজেলায় করোনা মহামারী আকারে বিস্তার লাভ করেনি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শাহিনূর আলমের উপস্থিতিতে বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. জামাল প্রমুখ।

সর্বশেষ