১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীর ধরান্দী থেকে বনবিভাগের বিপুল সংখ্যক চোরাই গাছ উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email


মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীর উত্তর ধরান্দী থেকে বনবিভাগের বিপুলসংখ্যক চোরাই গাছ করেন কর্তৃপক্ষ।
২৩ জানুয়ারী শনিবার সকাল থেকে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের উত্তর ধরান্দী গ্রামের ঠাকুরখালী এলাকা হতে বড় বড় অর্জুন গাছ,শিশু গাছ, আকাশ মনি গাছ, যাহ সরকারি ওয়াবদা রাস্তার পাশে সরকারি বনবিভাগের রোপনকৃত গাছ কর্তন করে উত্তর ধরানন্দী গ্রামের মোশাররফ হোসেন, পিতা – মতিউর রহমান এর নের্তৃত্বে মোঃ শফিক সিকদার, পিতা – মৃত- হাফেজ সিকদার, মোঃ খলিল সিকদার, মোঃ জলিল সিকদার, উভয় পিতা- রহমান সিকদার, রাসেল সিকদার, পিতা – সেলিম শিকদারসহ আরও ৩/৪ জন সহযোগী মিলে গাছ কেটে নিয়ে যায়। গোপন সূত্রে সংবাদ পেয়ে বন বিভাগের লস্কর জাহিদ ও অন্যান্যরা গাছগুলো কমলাপুর ইউনিয়নের লঞ্চ ঘাট এলাকা থেকে আটক করেন । বর্তমানে আটককৃত গাছগুলো ঐ এলকার চৌকিদার হাবিবুর রহমান এর জিম্মাশ রাখা হয়। এ বিষয় বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন আমরা ধরান্দি থেকে কিছু গাছ উদ্ধার করেছি বর্তমানে সেখানে একটি টিম পাঠিয়েছি তারা সরেজমিনে দেখে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ