১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাবুগঞ্জে মাস্ক না পরায় অর্থদন্ড মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম, বাবুগঞ্জঃ

করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য বাবুগঞ্জ উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান চালিয়ে যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম।

বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার খানপুরা এলাকা ও বরিশাল-হিজলা সড়কে অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১১৫০ টাকা অর্থদন্ড ও মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

মোবাইল কোর্ট চলাকালীন বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এর তত্ত্বাবধানে তৈরিকৃত মাস্ক পরিয়ে দেয়া হয়। এ সময় করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী চলাকালীন বারবার সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।

বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবাস সরকার, এয়ারপোর্ট থানার অফিসার ইন চার্জ মোঃ জাহিদ বিন আলম, এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক মোঃ মেহেদী হাসান প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের আইনানুগ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ