১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে বিলে বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু  

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি। 

ভোলার আদালত ভবনে আরো একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে, যাতে আদালতের দৈনিক কার্যতালিকা (কজ লিস্ট) দেখা যাবে।

অদ্য ১০ ফেব্রুয়ারী ২০২১ করোনা মহামারীতে নিরাপদে বিচারিক সেবা অব্যাহত রাখতে 
ভোলা সিজেএম আদালতের প্রত্যেকটি আদালতের সামনে দৈনিক কার্যতালিকা প্রদর্শনের জন্য  এজলাসের বাইরে ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করেনঃ ভোলার জেলা ও দায়রা জজ ড. এ.বি.এম. মাহামুদুল হক ও চীফ জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক। আদালতের এজলাশ কক্ষে প্রবেশ না-করে কিংবা প্রচলিত দৈনিক কার্যতালিকার সংস্পর্শে না-এসেই এই ডিসপ্লে বোর্ডে থেকে যে কেউ তার মামলার শুনানীর তারিখ ও সময় জানার পাশাপাশি সংক্ষিপ্ত  আদেশ জানতে পারছেন। ফলে বিচারপ্রার্থী এবং বিচারসংশ্লিষ্ট সকলেই ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন  এবং ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর এই অভিনব উদ্ভাবনের জন্য সংশ্লিষ্টর সুবিধাপ্রাপ্তরা প্রসংশা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ইতিপূর্বে ৩১ জুলাই ২০২০ তারিখে ২টি আদালতে ডিজিটাল ডিসপ্লে স্থাপন করে বাংলাদেশে অভিনব এই যাত্রা ভোলা থেকে শুরু করা হয়েছে।

সর্বশেষ