৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন! আমতলীতে কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার বাউফল উপজেলা নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ আমি চেয়ারম্যান হতে নয়, এসেছি জনগণের সেবা করতে : খান মামুন আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোলস করে দল ত্যাগ করলেন বিএনপি নেতা বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

পটুয়াখালীতে নির্মান হচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলায় প্রথম বারের মতো নির্মাণ হচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি। নির্মান কাজ শুরু হওয়ার পর থেকে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় বই পিপাসুদের মাঝে। নির্মান কাজ ও উদ্বোধনের পর বই পড়ে বিকেল সময় কাটানোর প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ।

জানা যায়, স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদার ঐকান্তি প্রচেষ্টায় দশমিনা উপজেলা পরিষদ সংলগ্ন নির্মান করা হচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু লাইব্রেরি। দুই মাস আগে শুরু হওয়া ২৫ লক্ষ টাকা ব্যায়ে একতলা ভবনের নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে। দৃশ্য মান হয়েছে স্বপ্নের লাইব্রেরির অনেকটা অংশ। নির্মান কাজের সার্বক্ষনিক তদারকি করছেন সংশ্লিষ্টরা।

লাইব্রেরির কাজ সম্পন্ন হলে পটুয়াখালী জেলায় দশমিনা উপজেলায় শত শত ছাত্র-ছাত্রীসহ বই পিপাসু মানুষ অঅবসর সময়ে ঞ্জান অর্জন করতে পারবেন। জ্ঞান পিপাসুরা দেশি ও বিদেশি সাহিত্য এবং বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রসার শিক্ষক শিক্ষার্থীরা লাব্রেরিতে বসে অথবা খাতায় স্বাক্ষর করে বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারবে তার পছন্দের বইটি। লাইব্রেরিতে থাকবে একধিক পত্রিকা,ইন্টারনেট সুবিধা,ইবুক রিডার ডিভাইস ও ল্যাপটব সুবিধা।

লাইব্রেরির সার্বক্ষনিক তদারকি করছেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার, মোঃআল-আমিন ও উপজেলা প্রকৌশলী মোঃমকবুল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃআল-আমিন জানান,বর্তমান সরকারের যে ডিজিটাল প্রচেষ্টা তার সাথে সামঞ্জস্য রেখে বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরির নির্মান কাজ করা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, দশমিনা উপজেলায় কোন বই পড়ার লাইব্রেরি নাই এবং দশমিনা উপজেলার মানুষের প্রবল চাহিদার কারনে ও উন্নত জাতি গঠনের লক্ষে পটুয়াখালী জেলায় এই প্রথম বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি নির্মান করা হচ্ছে যা জ্ঞান বিস্তারে ব্যাপক ভুমিকা রাখবে।

সর্বশেষ