১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে অনলাইন জুয়ারী গ্রেফতার বরিশাল বিমানবন্দর এরিয়া ভাঙ্গন রোধে কাজ করছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী বিমানবন্দরে গৃহবধূকে মারধর।। বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল

গোবিন্দগঞ্জে ২০৫গ্রাম হেরোইন ও ২কেজি গাঁজাসহ আটক ০৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোঃ রাব্বী মোল্লা//
গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ২০৫গ্রাম হেরোইন ও ২কেজি গাঁজাসহ ০৩জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়,গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, এএসআই আসাদুল, মুশফিকুর ও ইসমাইলদের নেতৃ্ত্বে একটি টিম গোবিন্দগঞ্জ পৌরসভাধীন মায়ামনি হোটেলের দক্ষিণ পার্শ্বে সূর্য বাস কাউন্টারের সামনে অপেক্ষারত গ্রেফতারকৃত আসামী ১/শুভ দাস ওরফে আকাশ (২০),পিতা-বকুল দাস গ্রাম-ঘাটপাড়া থানা- ঘোড়াঘাট জেলা-দিনাজপুর এর শরীর তল্লাশি করে প্যান্টের ডান পকেট হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ধূসর বর্ণের ১০০ গ্রাম হেরোইন সহ আটক করে থানা পুলিশ। একই টিম একই স্থানে রংপুর হতে রাজশাহী গামী সৌরভ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে বাসটির পিছনের সিটে যাত্রীবেশে বসে থাকা গ্রেফতারকৃত আসামী ২/লাইজু (৩০) স্বামী- মালেক গ্রাম-পানি মাছকুটি জহুরটল থানা-ফুলবাড়ী জেলা-কুড়িগ্রাম,শরীরে বিশেষ কায়দায় ফিটিং করা ০২ কেজি গাঁজা সহ আটক থানা পুলিশ করে। একই টিম একই বাসের পিছনের সিটে বসা যাত্রী আসামী ৩/সজীব মিয়া (১৯) পিতা-আজগর আলী গ্রাম-নাওভাঙ্গা (বালার হাট) থানা-ফুলবাড়ী জেলা-কুড়িগ্রাম এর দেহ তল্লাশী করে তার কোমরের ভিতরে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ১০৫ গ্রাম হেরোইনসহ আটক করে থানা পুলিশ। উদ্ধারকৃত হেরোইন ও গাঁজার মূল্য ১০লক্ষ ৪৫ হাজার টাকা। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে ৩ আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় পৃথক ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ