৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন! আমতলীতে কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার বাউফল উপজেলা নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ আমি চেয়ারম্যান হতে নয়, এসেছি জনগণের সেবা করতে : খান মামুন আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোলস করে দল ত্যাগ করলেন বিএনপি নেতা বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

রাঙ্গাবালীতে পুত্রবধু পেটালেন বৃদ্ধ শশুরকে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সজ্ঞিব দাস, গলাচিপা( পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মৃত সিরাজ আলী মোল্লার বড় ছেলে আঃ রব মোল্লা কে পিটিয়ে আহত করেছেন তার পুত্র বধু রুমা বেগম, মামলা সুত্রে জানা যায় রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে আসামি রুমা বেগম স্বামী মোঃ হানিফ মোল্লা, বাদীর পুত্র বধু। ১৭ ই ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।বাদীর বিবরন অনুযায়ী ঘটনার দিন ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে টিউবওয়েলে গেলে আগে থেকে ওত পেতে থাকা পুত্র বধু রুমা বেগম গামছা দিয়ে গলায় ফাস লাগিয়ে টেনে মাটিতে ফেলে দেয় এবং ইট দিয়ে মাথায় ও বিভিন্ন যায়গায় আঘাত করে।আহত আঃ রব মোল্লা জানান গলায় ফাস দেয়া গামছা কোনমতে ঢিলা করে রক্ষা পাই। আমার ছেলে বিদেশ থাকায় আমাদের সাথে আজ একটি বছর যোগাযোগ নাই, এদিকে বউ বিভিন্ন ভাবে আমাদের উপর চাপ প্রয়োগ করে এবং আমাকে দুনিয়া থেকে সরিয়েদেবার পায়তারা করতে থাকে তারই ফলস্বরূপ আজ এই অবস্থা আমার। আমার ডাক চিৎকারে আমার স্ত্রী ও লোকজন এসে আমাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং ভর্তি করান। এদিকে পুত্র বধু রুমা বেগম মিথ্যা মামলা সাজিয়ে পটুয়াখালী দ্রুত বিচার আদালতে আমার নামে মামলা করেন। মামলা নং ৪১/২১ আমার পুত্রবধূ রুমা বেগম ও নার্গিস বেগম তারা দুইজনে আমাকে দেখে নিবে এমন কথা বলে হুমকি দেন। আমি অনুপায় হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করি এবং আইনের কাছে সঠিক বিচার প্রার্থনা করি।

সর্বশেষ