১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাবুগঞ্জে ৪ ইউনিয়নে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনয়ন প্রদান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাবুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বাবুগঞ্জের ৬টি ইউনিয়নের ৪টিতে শক্ত প্রার্থী দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার বিকালে পার্টির উপজেলা কার্যালয়ে প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন বরিশাল জেলার নেতৃবৃন্দ। মনোনয়ন প্রাপ্তরা: রহমতপুর ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসাবে (হাতুরি) প্রতীকে প্রার্থীতা করবেন শাহিন হোসেন, চাঁদপাশা ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসাবে (হাতুরি) প্রতীকে প্রার্থীতা করবেন বর্তমান চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, দেহেরগতি ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসাবে (হাতুরি) প্রতীকে প্রার্থীতা করবেন রকিবুল হাসান রনি খান, কেদারপুর ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসাবে (হাতুরি) প্রতীকে প্রার্থীতা করবেন জামাল উদ্দিন। বাকি জাহাঙ্গীর নগর ও মাধবপাশা ইউনিয়নে মনোনয়ন চুড়ান্ত করেনি দলটি। উল্লেখ্য ইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে দেহেরগতি ইউনিয়নে ও কেদারপুর ইউনিয়নে মনোনয়ন প্রাপ্তরা প্রার্থীতা করবেন।
মনোনয়ন পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, কেন্দ্রীয় ওয়াকার্স পার্টির নেতা টিএম শাহজাহান, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মোজাম্মেল হক ফিরোজ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, যুবমৈত্রী নেতা আলা উদ্দিন খান, হাচানুর রহমান পান্নু প্রমুখ।

সর্বশেষ