১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে অনলাইন জুয়ারী গ্রেফতার বরিশাল বিমানবন্দর এরিয়া ভাঙ্গন রোধে কাজ করছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী বিমানবন্দরে গৃহবধূকে মারধর।। বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদককারবারি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ মাদককারবারি এবং ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের হাজীপাড়ার মৃত মনছের আলীর ছেলে মোঃ মানিক হোসেন @ নুর ইসলাম (৫৮) এবং গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মাছুদুর রহমান ঝিনাইদহের বাঘাযতিন সড়ক এলাকার মিমি ষ্টোরের স্বত্বাধিকারী এবং আরাপপুর এলাকার মোঃ আবু বকর মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক টিম সোমবার (২৬শে এপ্রিল) বেলা ২টার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ঝিনাইদহ জেলার এসসি-৫০৬/১৫ ঝি. সিআর-২৩১/১৫ এর ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলো।

এছাড়া রবিবার (২৫শে এপ্রিল) বিকাল ৫টার সময় একই উপজেলার জয়রামপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মানিক হোসেন @ নুর ইসলাম নামের এক মাদককারবারিকে গ্রেফতার করে ঝিনাইদহ ক্যাম্পের র‌্যাব। এ সময় তার দখল হতে উদ্ধার করা হয় ১ কেজি মাদকদ্রব্য গাঁজা। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়। সোমবার পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ