২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোমবার (২৫ মে) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে দেখা গেছে।

এদিকে, সুগন্ধা ও বিষখালী নদীর পানি বাড়তে শুরু করেছে। নদী তীরের মানুষের মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পড়ায় দুশ্চিন্তায় রয়েছে সাধারণ মানুষ।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর ১৬ গ্রাম প্লাবিত

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইয়াস মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা সদর ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ৫৯টি সাইক্লোন শেল্টার ও ৪৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রে রূপ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইয়াসের প্রভাবে উত্তাল সমুদ্র, সৈকত প্লাবিত

তিনি আরও জানান, ৩৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে জরুরি স্বাস্থ্যসেবায়। আশ্রয় কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগেই নদী তীরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র গুলোতে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

সর্বশেষ