১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে ৬০২ জেলে পেল ৫৬ কেজি করে বিশেষ ভিজিএফে’র চাল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ।
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফে’র চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় ওই ইউনিয়নের বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মৎস্য আহরনে বিরত থাকা ৬০২ জন জেলের মধ্যে জনপ্রতি ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হালিমা সর্দার, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান বাদল খান, সচিব মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য বৃন্দ।

চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান বলেন, প্রজনন মৌসুমে ইলিশ আহরন নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় মৎস্য আহরনে বিরত থাকা অত্র ইউনিয়নের ৬০২ জন জেলের মধ্যে জনপ্রতি ৫৬ কেজি করে বিশেষ ভিজিএফে’র চাল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ