১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ ! বাংলাবাজার খানকায়ে নেছারিয়ায় মাসিক তা'লিমী জলসা অনুষ্ঠিত মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কৃষকের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা ।। মির্জাগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে জমজমাট ভোটের মাঠ সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন থাকবে না যত বাধা আসুক, দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

গলাচিপায় ভাইয়ের হাতে ভাই লাঞ্চিত হয়ে হাসপাতালে ভর্তি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ৪ জুন ২০২১

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ভাইয়ের হাতে ভাই লাঞ্চিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী ফারুক হাওলাদারকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। আহত ফারুক হাওলাদার (২৫) হচ্ছেন মৃত. মজিদ হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের চরখালী নামক স্থানে হাওলাদার বাড়ির রাস্তার উপরে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, আমার চিকিৎসাধীনে ফারুক হাওলাদার ৩য় তলার ২১ নম্বর বেডে ভর্তি আছে। তার কান ফেটে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন আছে। আহত ফারুক হাওলাদারের স্ত্রী জোহরা বেগম বলেন, আমি ২ সন্তানের জননী। আমার স্বামী রিক্সা চালিয়ে আমাদের অভাবের সংসার চালান। জমি জমার জেরে আমার ভাষুর মস্তফাসহ মামুন ও মিল্টন একত্রিত হয়ে আমার স্বামীকে মারধর করে। আমার স্বামীর ডাক চিৎকারে এলাকাবাসী না আসলে ওরা আমার স্বামীকে মেরে ফেলত। তিনি আরও বলেন, এক সপ্তাহ আগে আমার ভাষুর আমাকেও মারধর করেছেন। আমার শরীরের বিভিন্ন অংশে এখনও কালো কালো দাগ আছে। এ বিষয়ে মস্তফার কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি বলেন, দু’জন পরস্পর আপন ভাই। দু পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ