২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুতে তদন্ত কমিটি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী-১ বরিশাল রূপাতলীর পাওয়ার হাউজে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ঘটনার সময় পাওয়ার হাউজে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, তদন্ত কমিটি কেন্দ্র থেকে গঠন করে দেওয়া হয়েছে। ওজোপাডিকো কেন্দ্রীয় দপ্তরের প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোমিনুল হক ও নির্বাহী প্রকৌশলী দেবাশীষ পালকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

দুর্ঘটনার কারণ, কার গাফেলতি ছিল, কিভাবে দুর্ঘটনা ঘটলো, ক্ষয়ক্ষতির পরিমাণ কি ইত্যাদি নির্ধারণের জন্য এই কমিটি কাজ করবে।

তদন্ত কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওজোপাডিকো-১ এর দায়িত্বশীল কর্মকর্তারা।

প্রসঙ্গত, পাওয়ার হাউস চত্বরে মই বেয়ে খুঁটিতে উঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল (২৮)। মেরামত শেষ না হতেই বিদ্যুতের লাইনে সংযোগ দিয়ে দেন এক সহকর্মী। এতে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত ফয়সাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে। থাকতেন নগরীর আমানতগঞ্জ এলাকায়। নিহত ফয়সালের ৮ বছরের একটি সন্তান রয়েছে। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবার থেকে জানানো হয়েছে।

সর্বশেষ