১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু কাঁঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২, টাকা-স্বর্ণালঙ্কার লুট শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে : পিরোজপুরে শেখ পরশ পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা দশমিনায় মোটরসাইকেল মার্কার কর্মীকে পেটালো প্রতিপক্ষ জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য !

ভোলায় ফেসবুকে ফেক আইডি দিয়ে অপপ্রচার, আটক ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন :: ভোলার বোরহানউদ্দিনে ফেক আইডি ব্যবহার করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিগনের বিরুদ্ধে ভুয়া তথ্য লিখে মানহানি করার অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

রবিবার (৮ জুন) উপজেলার হাকিমুদ্দিন বাজার থেকে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোহাইমিনুল মোঃ নাহিমুর রহমান দুর্জয় (২৮),পিতা-মোঃ ইউসুফ হাওলাদার, ও মোঃ রিফাত সওদাগর (২৫),পিতা-মোঃ কামাল সওদাগর কে আটক করে। আর এ মামলারই আরেক আসামী জসিম পাটওয়ারী পিং হোসেন পাটওয়ারী পলাতক রয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোহাইমিনুল জানান, মামলার বাদী আওলাদ হোসেন উজ্জল হাওলাদার’র অভিযোগের ভিত্তিতে আমরা তিনজন আসামীর দুজনকে আটক করে অভিযোগের সত্যতা পাই এবং ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪/২৫(২)/২৯/৩৫ এর এজাহার দায়ের করে আদালতে সোপর্দ করেছি।

এ বিষয়ে মামলার বাদী আওলাদ হোসেন উজ্জল হাওলাদার জানান, ওরা দীর্ঘদিন ধরে ফেক আইডি ব্যবহার করার মাধ্যমে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও কুরুচিপুর্ন কথা ছড়িয়ে মানহানি করেছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আর তদন্ত করে তাদের গ্রেপতার করেছে পুলিশ। এ কারনে এডিশনাল এসপি (লালমোহস সার্কেল) ও বোরহানউদ্দিন থানার ওসি ও সেকেন্ড অফিসার এস আই মোঃ মোহাইমিনুল কে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

সর্বশেষ