২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালী জেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলার ১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক দরকার হলে বিজয়ী চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এ সময় শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে
পটুয়াখালীর নবনির্বাচিত ১৯ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন মোঃ রফিকুল ইসলাম তালুকদার (কাছিপাড়া), মোঃ মঞ্জুরুল আলম হাওলাদার (আদাবাড়িয়া), মোঃ সালেহ উদ্দিন পিকু ( কেশবপুর), মোঃ হুমাউন কবির দেওয়ান (ধুলিয়া), মোঃ মাহমাদুল হাসান (বগা),মোঃ শাহিন হাওলাদার (কনকদিয়া), মোঃ আলকাছ মোল্লা (চন্দ্রদ্বীপ), মোঃ মিজানুর রহমান সিকদার (মুরাদিয়া), মোঃ নজরুল ইসলাম (পাঙ্গাশিয়া), সৈয়দ গোলাম মর্তুজা (আঙ্গারিয়া), মোঃ কামরুজ্জামান মনির ( আমখোলা), মোঃ নাসির উদ্দিন হাওলাদার ( গোলখালী), গোলাম মোস্তফা খান (রতনদী তালতলী), সাজ্জাদ হোসেন রিয়াদ ( চিকনিকান্দী), কাজী আবুল কালাম ( বাঁশবাড়িয়া),, আতিকুর রহমান সাগর (আলিপুর), আসাদুজ্জামান সোহাগ (বহরমপুর),এসএম ফয়সাল আহম্মেদ (কালাইয়া), মোঃ নেছার উদ্দিন সিকদার (কালীশুরী) ও আসাদুজ্জামান সোহাগ (বহররমপুর)।

সর্বশেষ