১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় আটক ২৫ জেলে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক :: সরকারের দেয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমদ্রে মাছ শিকার করার সময় তিনটি মাছ ধরার ট্রলারসহ ২৫ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১০টি বেহুন্দী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা।

 

শুক্রবার (১৬ জুলাই) সকালে এ অভিযান চালায় পটুয়াখালীর কলাপাড়ার নিজামপুর কোস্টগার্ড।

কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, শুক্রবার সকালে নিজামপুর কোস্টগার্ডে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এফ বি আল্লাহর দানকে ২০ হাজার, এফ বি সোহেলকে ২০ হাজার ও এফবি রাসেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত জাল কোস্টগার্ড স্টেশনে পুড়িয়ে ও নিষোধাজ্ঞাকালীন সময়ে আর মাছ ধরবেন না- এ মর্মে মুচলেকা রেখে জেলেদের ছেড়ে দেয়া হয়।

তিনি আরও জানান, গত ২০ মে থেকে শুরু হয়েছে ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে ২৩ জুলাই পর্যন্ত। এ সময়ে যাতে কোনো জেলে সমুদ্রে মাছ শিকার করতে না পারেন সেজন্য কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ