১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন হজ ইসলামের অন্যতম স্তম্ভ স্বর্ণের দাম আরও বাড়ল

পিরোজপুরে অধ্যক্ষকে জুতাপেটা, অফিস সহকারী বরখাস্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ গভর্নিং বডি।

মঙ্গলবার (২৪ আগস্ট) এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এরমধ্যে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও কলেজ গভর্নিং বডি গঠিত একটি কমিটি রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে কলেজ গভর্নিং বডির এক জরুরি সভায় শিক্ষানুরাগী সদস্য আবু মোতালেব মধুকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে কলেজ গভর্নিং বডির সভাপতি বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে অধ্যক্ষের ওপর হামলার মামলায় একমাত্র আসামি অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে আদালত জামিন দিয়েছেন বলে জানা গেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ১৬ আগস্ট অফিস চলাকালীন সাফা কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন প্রকাশ্যে কলেজ অধ্যক্ষকে জুতাপেটা করেন। এ ঘটনায় আহত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল বাদী হয়ে পরদিন ১৭ আগস্ট মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ