১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভাণ্ডারিয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে পারভীন পিরোজপুরে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন সার্কিট হাউজ তালতলীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ৪ লাখ টাকার ক্ষতি ঝালকাঠিতে বোরো ধানের বাম্পার ফলন আপিলে প্রার্থীতা ফিরে পেলেন আগৈলঝাড়ার যতীন্ত্র নাথ মিস্ত্রী বরিশালে শিক্ষার্থীদের যৌন হয়রানী, শিক্ষক বরখাস্ত বাকেরগঞ্জে নির্বাচনী কর্মকর্তার ওপর হা*মলার ঘটনায় ১০ জন গ্রেফতার আমতলীতে সৌদি রিয়াল প্রতারণা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার বাকেরগঞ্জে প্রকাশ্যে সিল মারলেন এমপি দম্পতি, ভিডিও ভাইরাল বাকেরগঞ্জে মাদরাসায় এক পরিবারের তিনজনকে নিয়োগ!

স্বামীর মৃত্যুর ১৮ দিন পর স্ত্রীর মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিয়া বেগম (২৯) মারা গেছেন। আজ শনিবার সকাল ৭ টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারিয়া বেগম ৭ মাসের অন্তঃস্বত্তা ছিলেন এবং মারজান (৭) নামের একটি পুত্র সন্তানের মা।

তার স্বামী বশির উদ্দিন। তিনি বরগুনার আমতলী সরকারী একে পাইলট হাই স্কুলের ব্যবসায় শাখার শিক্ষক ছিলেন। তিনি চলতি বছরের ১৬ আগস্ট করোনা উপসর্গে কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান। স্বামীর মৃত্যুর ১৮ দিনের মাথায় স্ত্রী মারিয়া বেগমও মারা গেলেন।

মারিয়া বেগমের স্বজনরা জানান, মাস খানেক আগে দু’জনই করোনায় আক্রান্ত হন। শুরুতেই বশির উদ্দিনের অবস্থা বেশি খারাপ হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বামীর মৃত্যুর পর তার অন্তঃস্বত্তা স্ত্রী মানষিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে তারও করোনা উপসর্গ দেখা দেয়। যদিও এর আগে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তারপরেও দ্বিতীয়বার তার করোনা উপসর্গ দেখা দেয়। আজ শনিবার সকাল ৭ টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ