২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পবিপ্রবিতে নানা আয়োজনে শেখ রাসেল’র জন্মবার্ষিকী পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৮ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত শেখ রাসেল এর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যানসেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস-চ্যানসেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় সাবেক প্রোভিসি প্রফেসর মোহাম্মদ আলী, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল হক, প্রফেসর আবুল কাসেম চৌধুরী, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শেখ রাসেল’র ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন ভাইস-চ্যানসেলর। এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক, দপ্তর প্রধানগণ, অন্যান্য কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ