৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাকেরগঞ্জে যুবকের উপরে হামলার অভিযোগ, শেবাচিম ভর্তি!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জের পূর্ব শত্রুতার জের ধরে মোঃ রুহুল আমিন মৃধা(৩২) নামের এক যুবকের উপরে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত রুহুল আমিন বরগুনার বেতাগী থানার ৪নং ফুলতলা গ্রামের বাসিন্দা আব্দুল হামেদ মৃধার ছেলে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একজন সিপাহী। গত বুধবার দুপুর দেড়টায় বাকেরগঞ্জের বরপাশা রঘুনাথপুর এলাকার মল্লিক বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিপাহী পদে চাকরি করি। ঘটনার কয়েকদিন আগে আমি ছুটিতে বাড়িতে বেড়াতে আসি। ঘটনার দিন মোটরসাইকেল নিয়ে ওই এলাকার মল্লিকবাড়ি আমার খালার বাড়ি বেড়াতে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ সন্ত্রাসীরা হামলা চালায়।

তিনি আরো বলেন, ওই এলাকার মৃত চান্দু মল্লিকের ছেলে শামীম মল্লিক, রাজ্জাক মল্লিক,নেছার মল্লিক, বাদল, শাজাহান, জাফর, ইউসুফ আসমা সহ অজ্ঞাত ২৫/৩০ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। এসময় আহত যুবককে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়।

আহতের স্বজনরা খবর পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশ এসে আহত যুবককে উদ্ধার করে। পরে স্থানীয়রা আহত যুবক রুহুল আমিনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। বর্তমানে তিনি এ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরও জানান।

সর্বশেষ