১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

উজিরপুরের ইচলাদীতে নির্মানাধীন ডিজিটাল টোলপ্লাজায় দুর্ঘটনা, কাজ ফেলে রাখার অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদীতে ৪ কোটি টাকা ব্যয়ে ৬ লেন বিশিষ্ট ডিজিটাল টোল প্লাজার কাজ ফেলে রাখার অভিযোগ, ঘটছে দুর্ঘটনা। ৯ মে ঢাকার চান্দুরা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা-মেট্রো ড-১১-৫৩৩২ একটি ট্রাক মদিনা কোম্পানীর প্লাষ্টিক সামগ্রী নিয়ে সকাল ১০টায় ইচলাদীর টোল প্লাজার উদ্দেশ্যে খননকৃত খাদে পড়ে দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার শরীফ ও হেলপার লুৎফর রহমান জানান, সকালে বৃষ্টি হওয়ায় এবং রাস্তার দুইদিক থেকে খনন কাজের জন্য ছোট হওয়ার কারণে চাকা পিছলে খাদে পড়ে যায় এবং মালামালের ব্যাপক ক্ষতি হয়। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, জাহাঙ্গীর ও শাহজাহান জানান, টোল প্লাজা তৈরীর জন্য রাস্তার দুইপার্শ্বে বড় বড় গর্ত করে ফেলে রাখা হয়েছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ইতিমধ্যে বিভিন্ন ছোট যান ও লোকজন খাদে পড়ে দুর্ঘটনা কবলিত হয়েছে। টোল প্লাজা নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান কনসেক কনষ্ট্রাকশনের প্রকৌশলী তৌফিক জানান, সড়ক ও জনপথ বিভাগের ৪ কোটি টাকা ব্যয়ে ৬ লেন বিশিষ্ট ইচলাদী টোল প্লাজা তৈরীর কাজ দ্রুত গতিতে চলছে। তবে ফেলে রাখার অভিযোগ সত্য নয়। শ্রমিকরা ঈদের ছুটি কাটিয়ে দ্রুত কাজ শুরু করবে। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মোঃ মিজান জানান, কাজ দ্রুত গতিতে চলছে, বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে।

সর্বশেষ