১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমুর নির্দেশনার বাইরে এক পা কেউ যেতে পারবেন না ভূমিদস্যু রুবেল সিকদারের নজর এখন প্রধানমন্ত্রীর ঘরের উপর বরিশালে খোলা বাজারে হেলমেট ছাড়াই মিলছে জ্বালানি তেল অর্ধশত বছর পর পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন শনিবার বরগুনায় জেলেকে হ*ত্যার অভিযোগ মৎস্য বিভাগের বিরুদ্ধে, ভয়ে মাছ শিকার বন্ধ ‘লোভ দেখানো নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম’ দুমকীতে কাপ-পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হা*মলা, আ*হত ৫ ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস, নীতিমালা আসছে: পলক দুমকিতে কাপ পিরিচ মার্কার প্রার্থী কাওসার আমিনের উপর হা*মলা বাকেরগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিতণ্ডায় যুবককে হত্যা, সহপাঠীর যাবজ্জীবন

বরিশালের নথুল্লাবাদ ঠিকাদারকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার।।
নগরীর নথুল্লাবাদ এলাকায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে সৈয়দ মিজান নামের এক ঠিকাদারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। গুরুত্বর অবস্থায় প্রথমে তাকে শেবাচিম হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থানার নথুল্লাবাদ লুৎফর রহমান সড়ক এলাকায়। আহত মিজানের খালাতো ভাই প্রবাসী নজরুল ইসলাম জানান, দীর্ঘ পাঁচ বছর পূর্বে তিনি ও তার অপর একজন শরীকদার লুৎফর রহমান সড়ক এলাকায় ১৪ শতক জমি ক্রয় করেছেন।

তিনি প্রবাসে থাকার সুবাদে তার সাত শতক জমির দেখাশোনার দায়িত্ব দেয়া হয় খালাতো ভাই ঠিকাদার সৈয়দ মিজানকে। সেই থেকে ক্রয়কৃত ওই জমিতে মিজান বাসা নির্মান করে বসবাস করে আসছেন। গত তিন মাস পূর্বে স্থানীয় শফিকুল ইসলামের ছেলে সাইমন ইসলামসহ তার সহযোগিরা মিজানের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

মিজান বিষয়টি তাকে (নজরুল) জানানোর পর তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। এতে সাইমনসহ তার সহযোগি ফারুক হোসেন, পান্নু হাওলাদার, টিটু হাওলাদার ক্ষিপ্ত হয়। তারা সৈয়দ মিজানকে জোরপূর্বক বাসা থেকে বের করে দিয়ে দুই পরিবারের জমি জবর দখল করে।

মঙ্গলবার বিষয়টি নিয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর আউয়াল মোল্লাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে বসা হয়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে জমি দখলকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সালিশ বৈঠকে হামলা চালিয়ে ঠিকাদার সৈয়দ মিজানকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ