১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
‘লোভ দেখানো নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম’ দুমকীতে কাপ-পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হা*মলা, আ*হত ৫ ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস, নীতিমালা আসছে: পলক দুমকিতে কাপ পিরিচ মার্কার প্রার্থী কাওসার আমিনের উপর হা*মলা বাকেরগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিতণ্ডায় যুবককে হত্যা, সহপাঠীর যাবজ্জীবন একই নম্বর পেয়ে জিপিএ-৫ পেল মির্জাগঞ্জের যমজ ভাই মুলাদী ও হিজলা উপজেলার ৬০ শতাংশ ভোটকেন্দ্রই অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত জলদ*স্যুদের কবলে থাকা লো*মহর্ষক ঘটনার বর্ণনা দিলেন প্রকৌশলী আলী নাজিরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবলীগ নেতার মৃ*ত্যু বরিশালে বইছে মৃদু তাপদাহ

আমতলীতে সড়ক দুরঘটনায় এনজিও কর্মি নিহত।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ. আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা বুরো্ বাংলাদেশ এর আমতলী শাখা ব্যাবস্থাপক মোঃ আরিফুল ইসলাম (৩০) মটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আরিফুল উপজেলার ঘটখালী গ্রামে ঋণ আদায়ের জন্য মোটর সাইকেলে যাচ্ছিল। আমতলী-পটুৃয়াখালী আঞ্চলিক সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রলি তাকে চাঁপা দিয়ে চলে যায়।এতে সে মারাত্মক আহত হন এবং তার মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় সাথে সাথেই স্থানীয়রা তাকে আমতলী হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাঙ্খিতা মণ্ডল তৃনা জানান, আহত আরিফুল ইসলামের মাথায়, বুকে ও পায়ে প্রচুর আঘাত পেয়েছে। তাকে উন্নত চিকিৎসা জন্য বরিশালে প্রেরণের কার্যক্রম শেষ করার পূর্বেই তিনি মারা যায়।
নিহত আরিফুলের বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার আলাউদ্দিন মিয়ার একমাত্র ছেলে। গত তিন বছর থেকে বুরো বাংলাদেশ, আমতলীতে শাখা ব্যাবস্থাপক হিসেবে কাজ করে আসছেন।
ব্র্যাক আমতলী শাখা ব্যাবস্থাপক প্রনব তালুকদার বলেন, আমি শুনেছি একজন এনজিও কর্মীর দুর্ঘটনা হয়েছে। হাসপাতালে এসে দেখি আমাদের আরিফ ভাই। তিনি আমার হাত ধরে বলেন আমার বুকে প্রচন্ড ব্যাথা আমাকে চিকিৎসার ব্যবস্থা করেন। কিছু সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজীৎ কুমার সরকার বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে। আমতলী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ