১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জনশুমারি ও গৃহগণনা উদ্বোধন করলেন বিসিসি মেয়র

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
বরিশালে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টায় নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত বাসভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি কপোরেশনের মেয়র ও মহানগর আওয়মী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ও তার পরিবারের সদস্য গণনার মাধ্যমে এই কার্যক্রম শুরু করে বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়।

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, সমগ্র পৃথীবির মধ্যে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশে জনশুমারি ও গৃহগণনা হচ্ছে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী কে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, একটি দেশে কত জনসংখ্যা আছে তা সঠিক জানা না থাকলে পরিকল্পিত উন্নয়ন সম্ভব না। তাই জনশুমারী খুবই প্রয়োজন। দূযোর্গ, সহযোগীতা ও উন্নয়নের জন্য এই জনশুমারী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এসময় তিনি প্রধামন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষে এই কার্যক্রমে জনগনকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।

সর্বশেষ