১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ ! বাংলাবাজার খানকায়ে নেছারিয়ায় মাসিক তা'লিমী জলসা অনুষ্ঠিত মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কৃষকের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা ।।

পিরোজপুরে জাল টাকার মামলায় একজনের ১৪ বছর কারাদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আইন আদালত।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাল টাকার মামলায় মো. জাকির হোসেন হাওলাদার (৪২) নামের এক জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রোববার (২৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২০১৬ সালের ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইকরি বাজারের মা কসমেটিকসের সামনে থেকে জাল টাকা ক্রয় বিক্রয়ের সময় মো. জাকির হোসেন হাওলাদারকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন ভান্ডারিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় ২০১৭ সালের ১৪ মে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন।

তিনি আরও জানান, মামলায় ৯ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ