১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে শিক্ষার্থীরা হাফ ভাড়া দেওয়ায় মারধর, আহত ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার—-

হাফ ভাড়া নিয়ে প্রতিবাদ করায় শিক্ষার্থীদের লাঞ্চিত করে বরিশাল সদর উপজেলা চরকাউয়া দোলা পরিবহনের হেলপার চালক। এতে দুই শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, রবিবার (৭ আগস্ট) চালক ও হেপারদের মারধরের শিকার হয়েছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান এবং আইডিয়াল পলিটেকনিক কলেজের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী আরিফ। আহত দুই শিক্ষার্থীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রবিবার সকাল কলেজে যাওয়ার জন্য চরকাউয়া রুটের দোলা পরিবহণে ওঠেন ইমরান ও আরিফ। পরে তাদের কাছে কলেজ কার্ড থাকা স্বত্ত্বেও হেলপার অতিরিক্ত টাকা দাবী করেন।  অতিরিক্ত টাকা চাওয়ার প্রতিবাদ করলে চালক ও হেলপাররা চরকাউয়া বাস স্ট্যান্ডে এসে তাদেরকে মারধর করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে আহত ইমরান জানান, চরকাউয়া রুটে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতে নারাজ বাস-মিনিবাস মালিক সমিতি। এতে প্রায় ৪/৫ শতাধিক শিক্ষার্থীরা অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করছে। প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এদিকে এ ঘটনায় বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বরিশাল বাণী/এম সাইফুল

সর্বশেষ