১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে মূল্য তালিকা না টানিয়ে ডিম বিক্রি, অতঃপর ব্যবসায়ী ধরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
ডিম ও মুরগির বাজার মনিটরিংয়ে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল। বৃহস্পতিবার (১৮ আগস্ট) অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরও দুটি মুদি দোকানকে জরিমানা করা হয়।

বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র জানান, ডিম, পোল্ট্রি ও মাংসের দোকান তদারকির অংশ হিসেবে নগরীর বাজার রোডে অভিযান চালানো হয়। সেখানে ডিম ও পোল্টি মুরগীর দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা করা হয়েছে। এ ছাড়া নতুন বাজার এলাকায় মূল্য তালিকা না থাকায় আরও দুটি মুদি দোকানকে জরিমানা করা হয়। মোট পাঁচটি দোকানে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী স্যারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ছিলেন। সামনের দিনগুলোতে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন ক্যাব সদস্য মো. জাহাঙ্গীর মোল্লা এবং এপিবিএন-১০ এর একটি টিম।

সর্বশেষ