১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ‘মা মনসা’ সাপ পাওয়ার দাবি ! দুধ কলা খাওয়াচ্ছেন জনতা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় গনেশ বৈরাগীর বাড়িতে বিরল প্রজাতির সাপের সন্ধান মিলেছে । স্হানীয় একাধিক সুত্রে জানা যায়, উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর বটতলা গনেশ বৈরাগীর বাড়িতে ৬দিন পূর্বে লাল, কালো বিভিন্ন রঙের
বিরল প্রজাতির সাপের দেখা মিলে।
স্হানীয় দিলিপ কুমার জানান, এটির নতুনত্ব ভিন্ন রঙের সাপ, অনেকের ধারণা এটি মা মনসা, তাই সাপটিকে একনজরে দেখার জন্য প্রতিদিন অনেক লোকের সমাগম হচ্ছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রথমে সাপটি ওই বাড়ির সন্নিকটে একটি মন্দিরে অবস্থান করেছিল। এরপর সাপটি ঘরে অবস্থান করেছে। আর ওই সাপটিকে দুধ,কলা দিয়ে সমাদর করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। তবে সাপের নির্দিষ্ট জাতি জানা যায়নি । স্হানীয়দের দাবী সাপটির নাম ‘মা মনসা’ এ রিপোর্ট লেখা পর্যন্ত সাপটিকে উদ্ধার করা হয়নি। উপজেলা বন বিভাগ কর্মকর্তাকে একাধিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ