২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ইসি সচিব হলেন শফিউল আজিম, জাহাঙ্গীর আলম জননিরাপত্তায় চরফ্যাশনে ট্রলিচাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু বরিশালে ভোক্তার অভিযানে ৪৯ হাজার টাকা জরিমানা উপজেলা নির্বাচন : ঝালকাঠি সদরে আরিফুর, নলছিটি সালাহউদ্দিন নির্বাচিত নেছারাবাদ উপজেলায় আব্দুল হক, কাউখালিতে আবু সাঈদ চেয়ারম্যান নির্বাচিত মুলাদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান জহির উদ্দিন খসরু নির্বাচিত ভোটকেন্দ্র ফাঁকা: লুডু খেলায় মশগুল আনসার সদস্যরা জাতীয় শিক্ষা সপ্তাহ২০২৪- হামদ ও নাতে সারা দেশে ২য় হয়েছেন চরফ্যাশনের নায়েলা নাফিসা সাংবাদিক নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাইসির মৃত্যুতে বিশ্ব একজন দায়িত্বশীল নেতাকে হারিয়েছে: বিএমএল

বরিশালে প্রতারক আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশালে রিয়াল কিনে দেয়ার কথা বলে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সেন্টু হাওলাদার (৪৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর বান্দ রোডের রেস্তোরা এলাকা থেকে তাকে আটক করা হয়। সেন্টু বরগুনা জেলার আমতলীর কৃষ্ণনগর গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার সহকারি উপ-পরিদর্শক নূরে আলম জানান, উজিরপুর উপজেলার বাহেরহাট এলাকার সৌদি মার্কেটের ব্যবসায়ী জামালকে এক মাস আগে ফোন করে রিয়াল ক্রয় করার প্রলোভন দেখায় সেন্টু। সেন্টুর এক পরিচিত লোকের কাছে ১ হাজার ২০০ রিয়াল আছে এবং সে তা অল্প দামে বিক্রি করবে বলে জামালকে জানায়। জামাল ৩ লাখ ৬০ হাজার টাকা সেন্টুকে দেয় এবং সেন্টু একটি সাদা কাগজ ভর্তি খাম জামালকে দিয়ে সটকে পরে। পরবর্তীতে জামাল দেখতে পায় খামের মধ্যে কোনো টাকা নেই। কিছুদিন পর জামালের এলাকার অপর এক ব্যবসায়ীকে ফোন করে সেন্টু কম টাকায় রিয়াল বিক্রির প্রলোভন দেখয়। ওই ব্যবসায়ী বিষয়টি জামালকে জানায়।

গোপন সংবাদের ভিত্তিতে সেন্টুকে নগরীর এক হোটেলের সামনে রিয়াল নিয়ে আসতে বলেন তারা। জামাল সেন্টুকে আটক করে পুলিশ সোপর্দ করে। আটক সেন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন এএসআই নূরে আলম।

সর্বশেষ