১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ইউএনও ও কলেজ অধ্যক্ষের সঙ্গে সাবেক এমপি মনি’র সৌজন্য সাক্ষাত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. মনিরুল ইসলাম মনি বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। ৫ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি তার সঙ্গে বানারীপাড়াসহ দেশজুড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় করেন। সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত শুভেচ্ছা ক্রেষ্ট ও তার পিতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদের লেখা স্মরণিকা পুস্তক উপহার দেন। পরে তিনি তার প্রতিষ্ঠিত বানারীপাড়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তিনি জাতীয়করণ সহ কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।
কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক এমপি মনি’র সহধর্মীনি রাজিয়া ইসলাম, উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খান,কলেজ গভর্নিং বডির সদস্য ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,অধ্যাপক কবির হোসেন,কামরুল হাসান,এমাম হোসেন,মেয়াজ্জেম হোসেন ও গোলাম সরোয়ার,গভর্নিং বডির সদস্য জাহিদ হোসেন ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান,প্রভাষক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনি কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের তার পিতা প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদের লেখা স্মরণিকা পুস্তক উপহার দেন

সর্বশেষ