১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫১। একই সময়ে বিভাগে মারা যাওয়া তিনজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে এ বিভাগে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হলো মোট ৮০। আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, কোভিড–১৯ রোগীদের মৃত্যুর সংখ্যা বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় বেশি। এর মধ্যে বরিশাল জেলায় ৩১ জন, পটুয়াখালীর ২৩, ঝালকাঠির ১১ জন মারা গেছেন। বাকি তিনটি জেলায় ৫ জন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠির বাসিন্দা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এই জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালী জেলায় ৫৭২ জন, ভোলায় ৩৫৭, পিরোজপুরে ৩১৩, বরগুনায় ৩৪৫ ও ঝালকাঠি জেলায় ২৮৯ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ