১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় খাল গুলোতে অবৈধ জাল পাতায় ফসলের মাঠে পানি ওঠা নামায় ব্যাঘাত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ইমন আল আহসান, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নদÑনদী ও অভ্যন্তরীন খালগুলোতে অবৈধ জালের ফাঁদে পরে দেশিয় নানা প্রজাতির ডিমওয়ালা ও অপ্রাপ্ত মাছ প্রায়ই বিলপ্তির পথে। উপজেলার মিঠাগঞ্জসহ প্রায় ইউনিয়নে অভ্যন্তরীন খালগুলোতে শত শত অবৈধ জাল দিন রাত অবিরাম পেতে রাখায় দেশিয় মাছ বিলুপ্তির পথে। ভ্যালাজালের পাশাপাশি খাল গুলোতে পানি ওঠানামার গতি রোধ করে বেন্তিজাল পাতায় একদিকে যেমন ফসলের মাঠে পানি ওঠানামায় ব্যাঘাত শৃষ্টি হচ্ছে পাশাপাশি অপ্রাপ্ত মাছ নিধণ করা হচ্ছে নির্বিচারে ।উপজেলার নীলগঞ্জ,বালিয়াতলী,মহিপুর,লতাচাপলি,ধুলাসার,ডালবুগঞ্জ,লালুয়া,টিয়াখালী,চাকামইয়া,চম্পাপুরসহ সব ইউনিয়নেই একই দশা। উপজেলা মৎস্য দপ্তর ইউনিয়নের অভ্যান্তরীন খালগুলোতে কোন অভিযান চালিয়েছে বলে এমন সত্যতা পাওয়াযায়নি জানালেন বেশ কিছু মানুষ। মৎস্যদপ্তর কিংবা প্রশাসনকে এশাধীক বার এ বিষয় একাধিক বার জানালেও অভিযান চালাতে বা প্রয়োজনিয় ব্যাবস্থানিতে কেবলই অসহায়ত্ব প্রকাশ করে আসছেন । ফসলী জমির পাশা পাশি খাল গুলোর দু- পাড় সরুকরে পানির¯্রােত বাড়িয়ে জাল পাতায় ফসলের মাঠে পানিওঠা নামার কাজে ব্যাহত করছে অবৈধ জেলেরা।ফলে আশানুরুপ ফসল উৎপাদনে মারাত্বক ঝুকিতে রয়েছে কৃষকরা।এবং ঐ খাল গুলোতে নৌজান চলাচলে ব্যাহত হচ্ছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ,মনজ কুমার সাহা সাংবাদিকদের জানান, খুব শিখ্রই অভিযান চালাবো। কথা হয় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক এর সাথে তিনি জানান, মৎস্য কর্মকর্তা আমাকে অবগত করলে আমি আইনি ব্যাবস্থা গ্রহন করবো।

সর্বশেষ