১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পাক বাহিনীর হাতে নির্যাতিত খোকা মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার ::: শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের কর নির্ধারক বেলায়েত বাবলুর পিতা খোকা মিয়ার আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

২০২১ সালের আজকের এইদিনে তিনি ইন্তেকাল করেন। মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী খোকা মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ০৭ মার্চের ঐতিহাসিক ভাষনে উদ্ধুদ্ধ হয়ে দেশ মাতৃকার লড়াইয়ে অবর্তীন হতে প্রশিক্ষন গ্রহন করেন। তবে সম্মুখ যুদ্ধে অংশ নেয়ার পূর্বেই তিনি পাকিস্তানী হানাদার বাহিনীর এদেশীয় দোশর রাজাকার বাহিনীর দেয়া তথ্যের ভিত্তিতে পাক বাহিনীর হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের শিকার হন। ভাগ্যের জোড়ে হানাদার বাহিনীর হাত থেকে বেঁচে যাওয়া খোকা মিয়া সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থাকলেও মৃত্যুর আগ পর্যন্ত দেশ বিরোধী সকল অপশক্তির অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করে গেছেন।

আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সর্বশেষ