১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরগুনায় নিখোঁজের এক দিন পর নদীতে ভেসে উঠল যুবকের লাশ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পর মো. রাসেল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে খাকদোন নদীর তীরের চরকলোনী এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

রাসেল বরগুনা পৌর শহরের চরকলোনী সিরাজ উদ্দিন সড়ক এলাকার মৃত সেকান্দার আলী শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ মে) দুপুরের দিকে মাছ ধরতে খাকদোন নদীতে যান রাসেল। সন্ধ্যার পরও সে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। পরে আজ সকালে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খাকদোন নদীতে উদ্ধার অভিযান চালায়। দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি।

এরপর আজ সন্ধ্যা ৬টার দিকে চরকলোনীর মাহতাব হোসেন মোল্লার বাসার সামনে রাসেলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিস বরগুনার উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে খাকদোন নদীতে উদ্ধার অভিযান চালাই। বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়। পরে পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, গতকাল এক যুবক মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। আজ তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ