১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি।

বুধবার রাতে পৌর এলকার উত্তর নামাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পৌর এলাকার ঝাটকাঠী গ্রামের কেশব দেবনাথের ছেলে কিশোর দেবনাথ ও একই এলাকার গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উত্তর নামাজপুর এলাকায় ২ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে এসআই শাহী আল নওশাদ, মাসুদ আল বাশার, সাইফুল মোহাম্মদ রানা, শাহজালাল, শাকিল ও ইলিয়াসদের নিয়ে আসামীদেরকে আটক করি। এ ঘটনায় এসআই শাহী আল নওশাদ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ টি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, আমাদের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান স্যারের নির্দেশে আগামী দিনেও আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ