২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পূর্ব শত্রুতার জের ধরে গৌরনদীতে শিশুসহ ৪ সদস্যকে মারধর।। রোজার মাঝে রয়েছে আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান রাখার সবিশেষ প্রশিক্ষণ —ছারছীনার পীর ছাহেব। গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর কলাপাড়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে খাল ভরাট বরিশালে অভয়াশ্রমের নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৮ জেলেকে জরিমানা বরিশাল-পটুয়াখালীসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন কবি বিজন বেপারী রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাথে এসএম জাকিরের মতবিনিময়

পূর্ব শত্রুতার জের ধরে গৌরনদীতে শিশুসহ ৪ সদস্যকে মারধর।।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের গৌরনদীতে জমি জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে নাসরিন বেগম(৩৬) ও মেয়ে সুমাইয়া আক্তার(২১) ছেলে নূর হাসান(৭) ও নাতি রেদওয়ান হাসান(শিশু) কে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ।

গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হল ওই থানার ৭ নং ওয়ার্ড বাসুদেব পাড়া গ্রামের বাসিন্দা সালাম সরদারের পরিবার।

বর্তমানে তারা মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের সাথে একই এলাকার বাসিন্দা আক্কাস গং দের সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনা দিন ভুক্তভোগী পরিবার তাদের নিজ জমি থেকে গাছ বিক্রি করলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বাধা প্রদান করে ও এক পর্যায়ে হুমকি প্রদান করে।

বিষয়টি নিয়ে পরবর্তীতে কোডে ৭ দ্বারা মামলা দায়ের করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ইলিয়াস সরদার, ইকবাল ,ইমরান ,আক্কাস ,জাহানারা বেগম, রেশমা বেগম, তানিয়া, মুনিয়া সহ অজ্ঞাত ৩-৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।

এ সময় স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।

এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সর্বশেষ