২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মেহেন্দিগঞ্জে ঝাল মুড়ি ব্যবসায়ীকে মারধর ।। আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাবা, হাসপাতালে চিকিৎসাধীন ছেলে রাজাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরিক্ষার্থী নিহত বরিশাল থেকে দ্বিতীয় দফায় ভারত যাচ্ছে ১০ টন ইলিশ মির্জাগঞ্জে অভিযোগের পাহাড় তবুও বহাল তবিয়তে হিসাবরক্ষক তালতলীতে বাঁশ চালান দিয়ে চোর সাব্যস্ত, কিশোরের আত্মহত্যার চেষ্টা দশমিনায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি রাঙ্গাবালীতে ব্যাগভর্তি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ আহত ৭ দেশের মানুষ আজ ভোটাধিকার ফিরিয়ে আনতে সোচ্চার হয়ে উঠেছে : শিরিন

সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ভুমিকা রাখছে যায়যায়দিন- ববি ভিসি

মাছউদ মিকদার : বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশালে পালিত হয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম বছরে পদার্পন অনুষ্ঠান। মঙ্গলবার (০৬ জুন) সারাদেশের সাথে বরিশালেও পালিত হলো বর্ষপূর্তির অনুষ্ঠান। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে বেলা ১১ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, যায়যায়দিন পত্রিকা একটি ব্রান্ডের নাম। এই পত্রিকার সাবলিল ভাষা আমাকে মুগ্ধ করে। সব ধরনের পাঠকের জন্য সংবাদ উপস্থাপন করে পত্রিকাটি। বিশেষ করে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ভুমিকা রাখছে পত্রিকাটি। এ পত্রিকায় নানা দিবসে আমার লেখাও ছাপা হয়েছে। আমি নিয়মিতভাবে পত্রিকাটি পড়ার চেষ্টা করি। আমি এ পত্রিকার উত্তরত্তর সাফল্য কামনা করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করে শহীদ আব্দুর রব বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হােসেন। পত্রিকাটির বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলৗ ইকবাল হোসেন তাপস, তার সহধর্মিনী ইসমত আরা ইকবাল, জাতীয় পার্টির জেলা সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশালের জেষ্ঠ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জাতীয় পার্টি জেপির মহানগর সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতান, প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি আমজাদ হোসেন ও মাহামুদ হোসেন, বিএ কলেজ শিক্ষক নেতা ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মোঃ ফয়সাল মাহামুদ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সহকারী মোঃ দিদারুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ