দশমিনায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১০, ২০২৪ | ৬:৩৬ অপরাহ্ণ

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এ অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাফিসা নাজ নীরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশমিনা থানার (ওসি) তদন্ত অনুপ দাস, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান (ঝন্টু), বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম হাওলাদার, বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থীগন প্রমুখ। ।
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উদ্ধোধনে কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীতের সূরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রদক্ষিণ করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host