সাংবাদিক মঞ্জু’র দ্বীখন্ডিত লা*শ উদ্ধারঃ শোক জানিয়ে তদন্ত ও বিচার দাবি করলো জাতীয় সাংবাদিক সংস্থা

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৭, ২০২৪ | ২:২৫ অপরাহ্ণ

খবর বিজ্ঞপ্তি: দৈনিক ভোরের কাগজ পত্রিকার বগুড়ার আদমদিঘী উপজেলা প্রতিনিধি ও দৈনিক বগুড়ার সাবেক প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সাথে তার রহস্যজনক মৃত্যুর সঠিক তথ্য উদঘাটন করে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউনুছ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক রেজওয়ানুল হক মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাজু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক ড. প্রভাষক শফিকুল ইসলাম শফিক, মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, আশরাফুল ইসলাম রতন, মুহাঃ বাদল চৌধুরী, এসএম আবু সাঈদ, মমিনুর রশীদ শাইন, আমিনুর ইসলাম, রফিকুল আলম, আজিজুল হক, জাকির হোসেন, মতিউর রহমান মতি, ইসমত আরা জাহান সিমা, আব্দুল হান্নœান, আইয়ুব আলী, গোলাম ফারুক, আব্দুল লতিফ, আমিনুল আকন্দ, এনামুল হক, ফিরোজ কামাল ফারুক, আবুল কালাম আজাদ বাবু, সুব্রত কুমার ঘোষ, খন্দকার আতিকুর রহমান আতিক, গোলজার হোসেন মিটু, রেজাউল করিম রেজা, মাফরোজা খানম সাথী, হারুন অর রশিদ, গিরেন চন্দ্র, সাখাওয়াত হোসেন প্রমূখ। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র দ্বি-খন্ড মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন পুলিশ। তার পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host